সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যমন্ডিত এবং অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। প্রায় ৪১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত একটি ছোট রাষ্ট্র। চারিদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এই দেশের জনসংখ্যা মাত্র ৮.৭৭ মিলিয়ন। বিশ্বের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হলো সুইজারল্যান্ডের সেরা দর্শনীয় স্থানসমূহ।
এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য, পর্যটন ব্যবস্থা সর্বোপরি ভ্রমণের উপযুক্ত আবহাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ হিসেবেও এটি বিবেচিত হয়েছে। তদুপরি সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেটের খ্যাতি বিশ্বজোড়া। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে এই দেশে। নিজের অবসর সময়, ছুটি কাটাতে কিংবা পৃথিবী ভ্রমণের অংশ হিসেবে সুইজারল্যান্ডে যেতে চাইলে, জেনে নিন সুইজারল্যান্ডের দর্শনীয় স্থান সমূহের তালিকা সম্পর্কে বিস্তারিত।
(১) জুরিখ
জুরিখ সুইজারল্যান্ডের কেন্দ্রস্থলে, আল্পসের পাদদেশে এবং দ্রাক্ষাক্ষেত্রে লাগানো পাহাড় দ্বারা বেষ্টিত একটি ছোট্ট শহর। এটি সুইজারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি। এটি ইউরোপের বৃহত্তম বাৎসরিক রেভ পার্টিগুলোর একটি, যা স্ট্রিট প্যারেডের মঞ্চায়ন করে। সাধারণত সকলের জন্য এই শহরটিতে ভ্রমণ করা সম্ভব হয়ে ওঠে না এর বাড়তি খরচের কারণে। এর সাধারণ করবেল্ড ঘর, আকর্ষণীয় লেক এবং অন্যান্য মানবসৃষ্ট কৃত্রিম সৌন্দর্যমন্ডিত স্থাপনাগুলো মন করবে সকলেরই। এখানে দিন-রাত ব্যাপী বিভিন্ন ধরনের কনসার্ট এবং প্রদর্শনী পরিচালিত হতে থাকে।
চিত্ত বিনোদনমূলক এই শহরটি বিশ্বের সবচেয়ে মনোরম শহরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। ঐতিহাসিক দিক থেকেও এই শহরটি বেশ সমৃদ্ধ। স্বতন্ত্র গিল্ড ভবন, গ্রসমুন্সটার গির্জা, সুইস ন্যাশনাল মিউজিয়াম এবং লিন্ডেনহফ প্লাজাসহ আরো অনেক দর্শনীয় স্থানগুলো এই ধনী শহরটিকে পুনঃউন্নয়নে অগ্রাধিকার দেয়।
জুরিখে ৫০ টিরও বেশি যাদুঘর এবং ১০০টি আর্ট গ্যালারি রয়েছে। এই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সাংস্কৃতিক স্থান হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর মধ্যে একটি হিসেবেও পরিচিত। একটি আধুনিক শহর থেকে আপনি যা আশা করতে চান, তার প্রায় সকল কিছুই পাবেন এই শহরটিতে। সর্বোপরি সুইজারল্যান্ডের অন্যতম দর্শনীয় এবং সুন্দর শহর গুলোর একটি।
(২) জেনেভা শহর
জেনেভা সুইজারল্যান্ডের পশ্চিমাংশের জেনেভা হ্রদের তীরে অবস্থিত একটি অবিশ্বাস্য প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্য্যের শহর। এটি রেড ক্রস এবং জাতিসংঘের সদর দপ্তরও। এখানে রয়েছে আরিয়ানা মিউজিয়াম, মিউজিয়াম অফ মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি আর্ট, পাটেক ফিলিপ মিউজিয়াম, প্যালাইস ডেস নেশনস, সেন্ট পিটারস ক্যাথেড্রাল, মোলার্ড টাওয়ার ইত্যাদি। সালভে পর্বতের চূড়া থেকে এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
ঐতিহাসিক কাল থেকে এই শহরটি ছিল ঘড়ি তৈরির জন্য বিখ্যাত। ঐতিহাসিক বিখ্যাত ঘড়িগুলোর মধ্যে রয়েছে জেনেভা ফ্লাওয়ার ক্লক, যা ১৯৫৫ সালে তৈরি করা হয়েছিল। সেই ঘড়ির মুখের জন্য ব্যবহৃত হয়েছিল প্রায় ৬,৫০০টি ফুলের গাছ ও লতাপাতা। ঘড়ির ২য় কাঁটাটির দৈর্ঘ্য ২.৫ মিটার। এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ Jet d’Eau, যা বিশ্বের উচ্চতম কৃত্রিম ঝর্ণাগুলোর মধ্যে একটি। এই ঝর্ণাটির ইঞ্জিন থেকে প্রতি সেকেন্ডে ৫০০ লিটার পাম্প করে, যা ১৪০মিটার উচ্চতায় পর্যন্ত উঠে।
এখানে রয়েছে ১১৫০ সালের রোমান, গথিক, নিওক্ল্যাসিকাল বিবরণ, সেন্ট পিয়েরে ক্যাথেড্রাল এবং আরো অনেক ঐতিহাসিক নিদর্শন। সেন্ট-পিয়েরের ক্যাথেড্রাল দাঁড়িয়ে আছে জেনেভার ওল্ড টাউনের সর্বোচ্চ স্থানে। পরিদর্শনের জন্য এই শহরটিতে উন্নতমানের রাস্তা, ট্রেন এবং ফ্লাইটের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
(৩) বার্ন, সুইজারল্যান্ডের রাজধানী
সুইজারল্যান্ডের রাজধানী বার্ন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। এর পাশ দিয়ে সুইজারল্যান্ডের দীর্ঘতম অ্যারে (Aare) নদী প্রবাহিত হয়েছে। মধ্যযুগীয় ভবন এবং শতাব্দী প্রাচীন ক্লক টাওয়ারের শহর বার্ন বিশ্বের অন্যতম সুন্দর শহর এবং সুইজারল্যান্ডের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত একটি মধ্যযুগীয় শহর।
সমগ্র শহরের রাস্তায় ১০০ টিরও বেশি ফোয়ারা দেখতে পাওয়া যায়, তাই এটিকে ঝর্ণার শহর বলা হয়। বার্ন হলো সুইজারল্যান্ডের অন্যতম সেরা সংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্র, তা কিনা সুইস পার্লামেন্টের (বুন্ডেশাউস) বর্তমান আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও একটি সুন্দর বোটানিক্যাল পার্ক, একটি চলমান সাপ্তাহিক বাজার এবং নদী অ্যারে। এখানে রয়েছে চলন্ত পুতুল এবং বিয়ার পার্কসহ অসংখ্য আধুনিক বিনোদনের ব্যবস্থা। বিয়ার পার্ক হলো ভাল্লুকদের আবাসস্থল এবং এই শহরের প্রতীক। এই পার্কে নিরাপত্তার বিষয়বস্তু মেনে প্রবেশ করার সুযোগ রয়েছে দর্শনার্থীদের।
এখানে রয়েছে ৬ কিলোমিটার দীর্ঘ শপিং আর্কেডে কেনাকাটা করার সুযোগ এবং রোজ গার্ডেন থেকে দর্শনীয় ওল্ড টাউন সেন্টারের সুন্দর দৃশ্য। শিল্প প্রেমীরা বার্ন মিউজিয়াম অফ আর্ট (কানস্ট মিউজিয়াম) এবং জেনট্রাম পল ক্লি সহ চিত্তাকর্ষক গ্যালারীগুলো পরিদর্শন করার সুযোগ পায়। সেখানে রয়েছে বিখ্যাত শিল্পীদের বড় বড় উদ্ভাবন গুলো।
(৪) অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ইন্টারলেকেন
সুইজারল্যান্ডের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ইন্টারলেকেন, জুরিখ থেকে ট্রেনে মাত্র ২ঘণ্টা এবং জেনেভা থেকে ২ ঘণ্টার পথের দূরত্ব অবস্থিত। এই শহরের চারপাশে রয়েছে সুদৃশ্য মনোরম পরিবেশ। এর দু’পাশে ২টি বড় বড় পর্বত, ২টি হ্রদ এবং হ্রদের মধ্যে পরিপূর্ণ এবং হার্ডার কুলম, আইগার এবং জংফ্রাউ এর তুষারময় আবরণ দ্বারা বেষ্টিত। হাঁটা, আরোহণ করা কিংবা বহিরাঙ্গন ভ্রমণের জন্য এখানে রয়েছে অফুরন্ত বৈচিত্র্য। ভ্রমণকারীদের জন্য রয়েছে ক্যানিয়িং, প্যারাগ্লাইডিং এবং স্কাইডাইভিং এর মতো অন্যান্য অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সুযোগ। ইন্টারলেকেনে আরো আছে ক্যাবল কার, ট্রেইল, সামিট, ক্লিফ-ফ্রন্ট, গুহা এবং জলপ্রপাত।
ইন্টারলেকেনের ১,৩২২ মিটার উচ্চতার হার্ডার কুলম পর্বতটি সেরা ভিউ পয়েন্ট গুলোর একটি। এখান থেকে জংফ্রাউ, মঞ্চ, আইগার, লেক ব্রিয়েঞ্জ এবং লেক থুনের আকর্ষণীয় ও মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় সহজেই। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের বিখ্যাত সিনেমা গুলোর মধ্যে অনেকগুলো শুটিং স্পট ছিল এই অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ইন্টারলেকেন। তাই আপনার সুইজারল্যান্ড ভ্রমণে দর্শনীয় স্থানগুলোর তালিকায় এই স্থানটি অবশ্যই রাখতে পারেন।
(৫) জারম্যাট
জারম্যাট সুইজারল্যান্ডের অন্যতম দর্শনীয় স্থান। এই সুইস শহরটি Valais-এর সাথে ইতালীয় সীমান্তের কাছে অবস্থিত। সুইজারল্যান্ডের রাজধানী বা অন্যান্য শহর থেকে জারম্যাটে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন, কারণ এটি একটি গাড়ি-মুক্ত শহর। জুরিখ এবং জেনেভা বিমানবন্দর থেকে জারমাট যাওয়ার জন্য সরাসরি ট্রেন রয়েছে, যা প্রতি ঘন্টায় চলে। তবে এই শহরের প্রধান গণপরিবহন হলো বাস। এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর সৌর এবং বিদ্যুত চালিত বাসের একটি ছোট বহর রয়েছে, যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাতায়াত ব্যবস্থার হিসেবে ব্যবহৃত হয়।
ঐতিহ্যবাহী এই শহরে ঘোড়া চালিত গাড়ি, বৈদ্যুতিক গাড়ি, গন্ডোলা বা পায়ে হেঁটেও ভ্রমন করা যেতে পারে। জারম্যাট তার শান্ত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। জারম্যাটের উঁচু, রুক্ষ এবং রাজকীয় আল্পস, সুইজারল্যান্ডের একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে। এই শহরের স্কি এলাকা শুধুমাত্র আল্পস পর্বতমালার ক্ষেত্রেই সর্বোচ্চ নয়, বরং বিশ্বের সেরা এবং উন্নতও। প্রতিটি মানুষ এবং দর্শনার্থীদের জন্যই এখানে সারাবছরই রোমাঞ্চকর কিছু না কিছু করার রয়েছে। যেমন- হাইকিং, স্কিইং, স্নোবোর্ডিং, টোবোগানিং এবং হেলি-স্কিইং। যারা অবসর সময় কাটাতে নিবিড় প্রকৃতি খুঁজছেন, তাদের জন্য এটি আদর্শ জায়গা এবং সুইজারল্যান্ডের অন্যতম মনোরম স্থান।
(৬) জংফ্রাউ
জংফ্রাউ সুইজারল্যান্ডের আরেকটি নজরকাড়া দর্শনীয় স্থান। জংফ্রাউ অঞ্চলটি গ্রিন্ডেলওয়াল্ড, মুরেন, লাউটারব্রুনেন এবং ওয়েনজেন -এই ৪টি মনোরম শহর নিয়ে গঠিত। এটি সমগ্র ইউরোপের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি স্থান হিসেবে বিবেচিত হয়। জংফ্রাউ এর সেই চূড়ায় যাওয়ার তিনটি উপায় রয়েছে। যথা: কেবল কার দ্বারা, গ্রিন্ডেলওয়াল্ড বা লাউটারব্রুনেন-ওয়েনজেন হয়ে কগহুইল ট্রেনে। জাংফ্রাউ এর আশেপাশেই রয়েছে আইগার, মঞ্চ নামের আরও ২টি সুপরিচিত পর্বতমালা।
এই স্থানে রয়েছে ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪৫৪ মিটার উচ্চতায় অবস্থিত। সুইজারল্যান্ডের সবচেয়ে মনোরম রেল ট্রিপগুলোর মধ্যে এটি একটি। এই রেলপথে জুংফ্রাউ বাহন দর্শকদের ক্লাইন শেইডেগ পর্বত থেকে আইগার হয়ে জংফ্রাউ পর্যন্ত নিয়ে যায়। আল্পাইন ওয়ান্ডারল্যান্ড এবং তার নীচের ছোট্ট শহরটি একত্রে ‘সুইস আল্পস জুংফ্রাউ-আলেটস’ নামক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হয়ে উঠেছে। এখানে দেখার মতো অন্যতম আকর্ষণ হলো আইস প্যালেস। আইস প্যালেসের তাপমাত্রা ক্রমাগত -৩° ডিগ্রি সেলসিয়াসে বজায় রাখা হয়।
বরফের তৈরি শিল্পকর্মগুলো এখানে আংশিকভাবে পাশের কুলুঙ্গিতে প্রদর্শিত হয়। এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রকার প্রাণী, যেমন- ঈগল, ভাল্লুক, কুকুর, আইবেক্স, পেঙ্গুইন ইত্যাদি। সাধারণত যারা এখানে পরিদর্শনে আসেন, তারা জংফ্রাউতে পৌঁছাতে ইন্টারলেকেনের রেলওয়ে স্টেশন ব্যবহার করে থাকে, তবে অন্যান্য শহরগুলোর স্টেশনের সাথেও এই অঞ্চলের সংযোগ ব্যবস্থা রয়েছে।
(৭) মন্ট্রেক্স
মন্ট্রেক্স সুইজারল্যান্ডের একটি হ্রদের তীরে অবস্থিত একটি শহর, যা জেনেভা হ্রদের তীরে প্রসারিত। এখান থেকে ভূমধ্যসাগরীয় জলবায়ু উপভোগ করা যায় মনোরম ভাবে। প্রকৃতির নিবিড় মায়ায় সাজানো এই দর্শনীয় স্থানটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পী, লেখক এবং প্রশান্তি সন্ধানকারী ভ্রমণকারীদের আকৃষ্ট করে বছরজুড়ে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত, এমন বহু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই শহরটিতে। এর মধ্যে অন্যতম হলো মন্ট্রেক্সের বার্ষিক মন্ট্রেক্স জ্যাজ ফেস্টিভ্যাল। এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত চার্লি চ্যাপলিনসের স্মৃতি বিজড়িত চ্যাপলিনস ওয়ার্ল্ড, একটি ইন্টারেক্টিভ স্টুডিও যেখানে মাল্টিমিডিয়া প্রদর্শন করা হয়, চ্যাপলিনের চলচ্চিত্রের উদ্ধৃতি, চলচ্চিত্রের সেটের বিনোদন, পারিবারিক ছবি এবং স্মৃতিচিহ্ন, চ্যাপলিনের ট্রেডমার্ক টুপি এবং বেতের নিদর্শন।
এখানে রয়েছে বহু ঐতিহাসিক ভবন। যেমন- ১৩ শতকে নির্মিত ‘শ্যাটো ডি চিলন’ নামক ঐতিহাসিক দুর্গ। এটি জেনেভা হ্রদের অপর পাশে অবস্থিত। এই দুর্গটিতে ১৪ শতকের পেইন্টিং, পোস্টকার্ড এবং দেশের বহু শ্বাসরুদ্ধকর দর্শনীয় স্থান এবং গথিক সম্পর্কে বই রয়েছে। এই বিখ্যাত শহরটির অন্যতম আকর্ষণ হলো লাভাক্সের টেরেসড আঙ্গুরের বাগান, যা ২,০৫০ একর পর্যন্ত বিস্তৃত। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব অর্জন করেছে।
জেনেভা হ্রদের তীরে প্রায় ৪ মাইল এলাকাজুড়ে মন্ট্রেক্স লেকসাইড প্রমোনেড অন্যতম নিবিড় প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এটি হাঁটার, জগিং করার এবং বাইকিং করার জন্য একটি মনোরম পরিবেশ। সুইজারল্যান্ডের যেকোনো শহর থেকে ট্রেনে করে মন্ট্রেক্সে পৌঁছানো যায়। তবে বিমানের মাধ্যমেও এই দর্শনীয় স্থানটিতে আসতে পারবেন। মন্ট্রেক্স বিমানবন্দরের নিকটতম হলো জেনেভা বিমানবন্দর। যেখান থেকে প্রতি ঘন্টায় মন্ট্রেক্সের জন্য একটি ট্রেন ছাড়া হয়।
(৮) লুসার্ন
সুইজারল্যান্ডে ভ্রমণ করার মত শীর্ষস্থানীয় শহর গুলোর মধ্যে অন্যতম একটি হলো লুসার্ন। এটি একটি প্রাচীন শহর এবং এখানে বহু ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়। লুসার্নের কেন্দ্রস্থলে এর কেন্দ্রকে সংযুক্ত করতে ১,৩৩৩ সালে নির্মিত কাঠের সেতু চ্যাপেল ব্রিজ এখনও দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে মনোরম হ্রদ, পর্বত, প্রাচীন গীর্জা এবং ব্যস্ত স্কোয়ার। প্রাকৃতিকভাবে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো অসাধারণ আকৃতির লেক লুসার্ন। এই লেকটি চার ক্যান্টনের লেক’ নামেও পরিচিত। এখানে দেখতে পাবেন রাজকীয় রিগি, পিলাটাস এবং টিটলিস পর্বতশৃঙ্গ। পিলাটাস পর্বতে যাওয়াও একটি দুঃসাহসিক কাজ।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে খাড়া কগহুইল রেলপথের অধিকারী এই শহরটি। এই রেল পথটি মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সজল থাকে। এছাড়াও সারাবছর ধরে চলে গন্ডোলাস বা এরিয়াল ক্যাবলওয়ে। গ্রীষ্মকালীন দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে বিভিন্ন রকম ভ্রমণ অফার। তার মধ্যে অন্যতম হলো ‘গোল্ডেন রাউন্ড ট্রিপ’। এই ট্রিপের আওতায় থাকা দর্শনার্থীরা লুসার্ন লেক জুড়ে নৌকা ভ্রমণ এবং পাহাড়ে চড়ার মতো অ্যাডভেঞ্চার এর সুযোগ পায়। এই লুসার্নে পরিদর্শনের মতো অন্যান্য স্থানগুলোর মধ্যে রয়েছে হফকির্চে এবং জেসুইট চার্চ। এখানে রয়েছে প্রাচীন নিদর্শন ও তথ্যবহুল যাদুঘর। সুইস মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে অফ ট্রান্সপোর্টের ভার্কেহার্স ডার শোয়েজ, যেখানে সুইজারল্যান্ডের প্রথম ডিজেল লোকোমোটিভ, অটোথিয়েটার রয়েছে।
যাদুঘরে পরিবহন এবং গতিশীলতার সাথে সম্পর্কিত ৩,০০০ টিরও বেশি বস্তু এবং প্রাচীন যানের একটি সংগ্রহশালা রয়েছে। আরও রয়েছে প্লেন বা হেলিকপ্টার সিমুলেটর এবং এভিয়েশন বিভাগে আসল বিমান দেখার সুযোগ। জাদুঘরের মহাকাশ বিভাগ যেন আপনাকে ভ্রমন করিয়ে আনবে মঙ্গল, চাঁদ এবং অন্যান্য গ্রহ। জুরিখ বিমানবন্দর থেকে, একটি ট্রেনে চড়ে ১ ঘন্টার পথ পাড়ি দিলেই লুসার্নে পৌঁছানো যায়।
(৯) বাসেল
বাসেল শহরটি সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত একটি আকর্ষণীয় ভ্রমণযোগ্য স্থান। বাসেল সুইজারল্যান্ডের স্থানীয়দের কাছে ‘জাদুঘরের শহর’ হিসেবেও পরিচিত। কারন এখানে প্রায় ৪০ টিরও বেশি জাদুঘর রয়েছে। সেসকল জাদুঘরগুলোতে বিশ্ব-বিখ্যাত গ্যালারী, চিত্রকর্ম এবং শিল্পকর্মের সংগ্রহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের আকর্ষণ করে। বাসেলের সেরা কিছু জাদুঘরের মধ্যে রয়েছে ব্যাসেল টয় ওয়ার্ল্ড মিউজিয়াম, ব্যাসেল মিউজিয়াম অফ অ্যানসিয়েন্ট আর্টের এবং মিশরীয় প্রত্নবস্তুর জন্য বিখ্যাত প্রাচীন যাদুঘর।
কুনস্ট মিউজিয়াম এই দেশের প্রাচীনতম জাদুঘরগুলোর মধ্যে একটি। ১৬৭১ সালে এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এখানে রয়েছে ১৮০০ এর দশকের একটি প্রাচীন স্টেডিয়াম-সদৃশ অ্যাম্ফিথিয়েটার, যেখানে একসাথে ২ হাজার জনের বেশি লোক বসতে পারে। এই শহরটিকে সুইজারল্যান্ডের সাংস্কৃতিক কেন্দ্রও বলা যায়। এটি কনসার্ট, উৎসব, শিল্প অনুষ্ঠান এবং ওপেন-এয়ার সিনেমার জন্য বিখ্যাত।
বাসেল চিড়িয়াখানাটি সুইজারল্যান্ডের প্রাচীনতম এবং বৃহত্তম চিড়িয়াখানা। এখানে রয়েছে ভারতীয় গন্ডার, ফ্ল্যামিঙ্গো, আফ্রিকান হাতি এবং প্যান্থারের মতো বিরল প্রাণীর ৬০০ টিরও বেশি প্রজাতি। এই শহরটিতে যাতায়াতের জন্য ব্যবহৃত বিমানবন্দরটি ফ্রান্স এবং জার্মানির সাথে ভাগ করা হয়েছে।
(১০) লুগানো
লুগানো আলপাইন দেশের ইতালীয়-ভাষী বিভাগে লুগানো হ্রদের কাছে অবস্থিত সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের সেলিব্রিটিদের অন্যতম আকর্ষণ হওয়ায় লুগানোকে ‘সুইজারল্যান্ডের মন্টে কার্লো’ বলা হয়। তাজা ভূমধ্যসাগরীয় ফল, তাল এবং ডুমুরের মতো কাঁচা উপাদানের স্বাদ উপভোগ করতে এই শহরটি পৃথিবী-বিখ্যাত।
এই শহরে তুষার-ঢাকা পাহাড়, নদী এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানের আবাসস্থল। হ্রদ, উপ-গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এবং বেলিনজোনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো লুগানোকে যেকোন ঋতুতে ভ্রমণের জন্য সেরা একটি স্থান করে তুলেছে। এই শহরের অন্যতম প্রধান একটি আকর্ষণ হলো বহিরঙ্গন বিনোদন। দিনব্যাপী বিভিন্ন উপায়ে সময়টাকে উপভোগ করার জন্য এই শহরে অসংখ্য উপায় রয়েছে।
অলিভ ট্রি ট্রেইল বরাবর হাইকিং করে দিন কাটানো কিংবা শহরের কেন্দ্রের ডানদিকের ‘লিডো ডি লুগানো’তে সাঁতার কাটতে যাওয়া -সবকিছুই অত্যন্ত মনোমুগ্ধকর। এছাড়াও এখানে রয়েছে রেনেসাঁ যুগের স্থাপত্যশৈলীর বহু নিদর্শন। পরিদর্শনের জন্য, জুরিখ বিমানবন্দর থেকে লুগানো পর্যন্ত প্রতি ঘণ্টায় অন্তত একটি আন্তঃনগর ট্রেন ছাড়া হয়। বাসেলের প্রধান স্টেশন থেকে ঘন ঘন আন্তঃনগর ট্রেনও পাওয়া যায়।
(১১) ম্যাটারহর্ন
ম্যাটারহর্ন হলো সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পর্বত। এই পর্বতমালাটি বিশ্ব বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের লোগোতেও প্রদর্শিত হয়। এই পর্বতের চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৪৭৮ মিটার উঁচু। এটি আল্পসের ১২ তম সর্বোচ্চ শিখর হিসেবে পরিগণিত হয়। বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা এবং প্রচার করা পর্বত এটি। এই পর্বতে অধিকাংশ দর্শনার্থীদের চড়া এবং অবতরণ হয় হর্নলি রিজ হয়ে উত্তর-পূর্ব দিকে। পর্বতটিতে আরোহণের সময় কুঁড়েঘরে রাত্রি যাপন করা সম্ভব। এই পর্বতের সুযোগ্য বিশ্রাম স্পর্ট দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। লিওংগ্রাটের মাধ্যমে ইতালীয় দিক থেকেও এই ফাইটিং করা যায়।
পৃথিবীর বিখ্যাত এই পর্বতটি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে পেটিট সার্ভিন নামক স্থানে ৩,৮৮৩ মিটার উচ্চতায় ক্যাবল কারের ব্যবস্থা রয়েছে। এটি ম্যাটারহর্ন গ্লেসিয়ার রাইড নামে পরিচিত। এই ক্যাবল কারে আরোহন করা সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত। এটি আপনার ভ্রমণে একটি নতুন অ্যাডভেঞ্চারের মাত্রা যুক্ত করবে।
(১২) গথার্ড পাস
গথার্ড পাস হলো ২,১০৮ মিটার উচ্চতায় অবস্থিত সুইজারল্যান্ড এবং ইতালির মধ্যবর্তী একটি বিখ্যাত স্থান। এই আল্পাইন পাসটি আন্ডারম্যাটকে টিকিনোর ক্যান্টনের সাথে সংযুক্তি স্থাপন করে। এই স্থানটি ‘সেন্ট গথার্ড ট্যুর ডি সুইসে’র জন্য সবচেয়ে বেশি। গথার্ড পাসকে ঘিরে বেশ কিছু ঐতিহাসিক ঘটনাও রয়েছে। এর মধ্যে রয়েছে হ্যাবসবার্গের বিরুদ্ধে প্রথম সুইস ক্যান্টনদের বিদ্রোহও উল্লেখযোগ্য। ঐতিহাসিক তথ্য মতে, এখান থেকেই সুইজারল্যান্ডের জন্ম হয়েছিল।
অ্যাডভেঞ্চারের জন্য এই স্থানটি অত্যন্ত আকর্ষণীয়। খেলাধুলার অংশ হিসেবে এখানে বৈদ্যুতিক মাউন্টেন বাইক দিয়ে ট্রেইল অনুসরণ করা বেশ জনপ্রিয় এবং উপভোগ্য। প্রায় ৯০০ মিটার উচ্চতায় সাইকেল রুট এয়ারলোতে শুরু হয়। এই রুটে ৩০ টিরও বেশি হেয়ারপিন বাঁক রয়েছে, যা যে কাউকেই বিমোহিত করতে সক্ষম। প্রাকৃতিক সৌন্দর্য, বরফের ট্রেইল ধরে খেলাধুলার এবং সাংস্কৃতিক বৈচিত্র্য পরিদর্শনের পাশাপাশি এখানে আরো বেশি আকর্ষণীয় একটি স্থান হলো গথার্ড জাতীয় জাদুঘর।
আরও পড়ুন: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভারতের দর্শনীয় স্থান সমূহ
(১৩) রাইন জলপ্রপাত
রাইন জলপ্রপাত সুইজারল্যান্ডের প্রধান দর্শনীয় স্থান গুলোর মধ্যে একটি বিশেষ আকর্ষণ। এই জলপ্রপাতটি অন্যতম একটি প্রাকৃতিক শক্তির বৈচিত্রপূর্ণরূপ। খুব কাছ থেকেই বছরের যেকোন সময়ে পরিদর্শন করা যায় এই স্থানটি। সুইজারল্যান্ডের জুরিখ থেকে খুব সহজেই রাইন জলপ্রপাত পরিদর্শনে যেতে পারবেন। জলপ্রপাতের পাশে নৌকার সাহায্যে ভ্রমণ করতে পারবেন ট্যুর গাইডদের সহায়তায়। সেই নৌকার সাহায্যে এই শক্তিশালী জলপ্রপাতের যতটা সম্ভব কাছাকাছি দর্শনার্থীদের নিয়ে যাওয়া হয়।
সুইজারল্যান্ড এর সকল শান্ত ও মনোরম পরিবেশ পরিদর্শনের পর নিজেকে ঢেউয়ের গর্জনে অভিভূত করতে এবং বন্য প্রকৃতির পাশবিক শক্তির অনবদ্য স্বাদ নিতে রাইন জলপ্রপাতটি হতে পারে সবচেয়ে উপযুক্ত স্থান। রাইন জলপ্রপাতের পাশাপাশি টিটিসি-নিউস্টাডট এবং সুইস ব্ল্যাক ফরেস্টেও একইসাথে ভ্রমণ করতে পারবেন। তবে প্রকৃতির কঠোর এই স্থানটিতে যথাযথ নিরাপত্তা বজায় রাখা সকল দর্শনার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ।
শেষকথা
উপরোক্ত সুইজারল্যান্ডের দর্শনীয় স্থানসমূহ ছাড়াও আরো বহু পরিদর্শনযোগ্য স্থান রয়েছে। মোটের উপর বলতে গেলে সুইজারল্যান্ডের প্রতিটি অংশই যেন এক একটি দর্শনীয় স্থান।
সম্মানিত ভিজিটর আমি নজরুল ইসলাম,পেশায় আমি একজন ব্লগ লেখক। প্রযুক্তি ও শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য এবং লাইফস্টাইল সম্পর্কে লেখাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করাই মূল লক্ষ্য।