পৃথিবীতে ঘটে যাওয়া ৫০ অবাক করা ঘটনা। জানলে অবাক হবেন আপনিও

প্রাচীন মানব সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় অব্দি পৃথিবীতে ঘটে যাওয়া লক্ষ লক্ষ অবাক করা ঘটনা রয়েছে। ঐতিহাসিক কিছু যুগান্তরকারী ঘটনার তথ্য, ইতিহাস, ভয়াবহ তথ্য, বৈজ্ঞানিক মতবাদ ইত্যাদি ইতিহাসের আকর্ষিক ও শিহরণ সৃষ্টিকারী তথ্য জানতে পারবেন এই লেখাতে।

পৃথিবীতে ঘটে যাওয়া ৫০টি অবাক করা ঘটনা

  1. আপনি কি জানেন? এস্ট্রো ইউনিভার্স এর গবেষণা অনুযায়ী, মহাকাশে প্রতি সেকেন্ডে প্রায় ১২০টি বড় ব্ল্যাক হোল তৈরি হয়, ১,২০০টি তারা ফেটে যায়, ৬০,০০০ নতুন তারা জন্ম নিচ্ছে, প্রায় ৬ কোটি নতুন গ্রহ তৈরি হচ্ছে, মহাকাশ প্রায় ৫০০ মিটার পর্যন্ত প্রসারিত হচ্ছে। তবে মহাকাশে যেহেতু সময় খুবই ধীর গতির, তাই পৃথিবীর এক সেকেন্ডে সমগ্র মহাকাশে এতকিছু সংগঠিত হয়ে যায়।
  2. ধারণা করা হয়, মানব ইতিহাসের প্রায় ৯৭% তথ্য সময়ের সাথে হারিয়ে গেছে।
  3. ইতিহাসের লিখিত বা অতর্কিত প্রথা চালু হয়েছিল মাত্র ৬,০০০ বছর পূর্বে। তবে ধারণা করা হয় আধুনিক মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় ২ লক্ষ বছর পূর্বে।
  4. একজন মানুষের শরীরের চামড়ার আবরণ প্রতিমাসে বদলায়। একজন সাধারণ মানুষ তার জীবদ্দশায় প্রায় ৪০ পাউন্ড চামড়া বদল করে।
  5. মাইক্রোসফট এর হেডকোয়ার্টারে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিরব কক্ষ। সেখানে খুব সহজেই মানুষের হৃদস্পন্দন শোনা যায়।
  6. পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম হয়েছিল বেইজিংয়ে, ২০১০ সালের আগস্টে। এটি প্রায় ৬২ মাইল লম্বা এবং ১০ দিন স্থায়ী ছিল
  7. একটি স্টারফিশ তার দেহের হারানো অঙ্গকে পুনরুৎপাদন করতে পারে। এমনকি একটি অঙ্গ থেকে সম্পূর্ণ স্টারফিশ জন্ম নিতে পারে।
  8. ধারণা করা হয়, পৃথিবীর সকল মানুষের ওজন এবং সকল পিঁপড়ার ওজন প্রায় সমান হবে। 
  9. পৃথিবীতে প্রায় ১৮.৬ বিলিয়ন মুরগি রয়েছে, যা মোট মানুষের সংখ্যার প্রায় দ্বিগুণেরও বেশি। 
  10. ১৯৩৩ সালে ২০ ডলার মূল্যের একটি কয়েন তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে ৭০ বছর পর ৭ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যে বিক্রয় করা হয়েছিল।
  11. চেপে রেখে হাসি দিলে মাথার শিরা ও ঘাড়ের শিরা ছিঁড়ে যেতে পারে। 
  12. হন্ডুরাসের একটি শহরে প্রতিবছর একই সময়ে মাছের বৃষ্টি হয়।
  13. সুইডেন দেশটি মূলত প্রায় ২ লক্ষ ২১ হাজার ৮০০ টি দ্বীপের একটি বড় দ্বীপ দেশ। এর মধ্যে প্রায় ১০০০ দ্বীপে জনবসতি রয়েছে।
  14. জেলিফিশের দেহের প্রায় ৯৫ ভাগই পানি। তাই এটি সূর্যের আলোতে গলে যায়।
  15. ইউটিউবে থাকা সকল ভিডিও দেখতে প্রায় ১০০০ বছরেরও বেশি সময় লাগবে।
  16. ইঁদুরের হাড় এতটাই নমনীয় যে, একটি বল পয়েন্ট কলমের ভীতরেই তা বসানো যাবে।
  17. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভাষা হলো ম্যান্ডারিন চাইনিজ ভাষা। এতে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটিরও বেশি মানুষ কথা বলে।
  18. হামিংবার্ডের হৃদপিণ্ডে প্রতি মিনিটে প্রায় ১২০০ হৃদস্পন্দন হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ২০টি হৃদস্পন্দন হয়।
  19. গলদা চিংড়ি শীতল রক্তবিশিষ্ট হওয়ার কারণে, তাদের বরফে ঠান্ডা করার পরও জীবিত থাকে, অধিকাংশ ক্ষেত্রে বরফ থেকে বের করলে পুনরায় জীবন ফিরে পায়।
  20. উড়োজাহাজে ভ্রমণ করার সময় মুখের স্বাদ স্বাভাবিকের তুলনায় ২০-৫০ গুন কমে যায়। তাই আকাশ ভ্রমণে খাবারের সঠিক স্বাদ পাওয়া যায় না।
  21. গরু পৃথিবীর একটি অত্যাধুনিক সামাজিক জীব।
  22. ১০৬৬ সালে ফ্রেঞ্চ বংশোদ্ভূত উইলিয়াম দ্যা কনকোয়েরর ইংল্যান্ডে ফ্রেঞ্চ ভাষা এনেছিলেন। পরবর্তীতে, প্রায় ৪৫০ বছর ফ্রেঞ্চ ছিল ইংরেজদের সরকারি ভাষা।
  23. ছাগলের চোখের মণি বা পিউ পিল দেখতে আয়তাকার। পৃথিবীতে ছাগলই একমাত্র প্রানী যাদের চোখের গঠন এমন।
  24. ভেনিজুয়েলায় রাতের আকাশে এক ধরনের বিদ্যুৎ চমকায় এবং তা ১৪০-১৬০ রাত পর্যন্ত চমকাতে থাকে। এই আকর্ষণীয় বিদ্যুৎ চমকানোর নাম ক্যাটাটুম্বু।
  25. ২০ শতাব্দীতে সরকারী কর্মকাণ্ডে নিহত মানুষের সংখ্যা ছিল প্রায় ৩৫০-৪০০ মিলিয়ন। তন্মধ্যে যুদ্ধ, গণহত্যা এবং রাজনৈতিক হত্যার ফলে সবচেয়ে বেশি মৃত্যু হয়। শুধুমাত্র দুটি বিশ্বযুদ্ধেই মৃত্যু হয়েছিল যথাক্রমে প্রায় ৬০ মিলিয়ন ও ৮০ মিলিয়ন মানুষের। 
  26. রাষ্ট্রবিজ্ঞানী রুডলফ রুমেলের ধারণা অনুযায়ী যুদ্ধ-বিগ্রহ, দাঙ্গা-হাঙ্গামা ব্যাতীত শুধুমাত্র গণহত্যার কারণেই ২৬২ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। 
  27. ধারণা করা হয়, ১৯১৪ থেকে ১৯৪৫ সালের মধ্যবর্তী সময়ে প্রায় ৭০ মিলিয়ন ইউরোপীয় মারা গিয়েছিল যুদ্ধ, সহিংসতা ও দুর্ভিক্ষের কারনে।
  28. ১৯১৭ সালের রাশিয়ান বিপ্লবে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকরা বিশ্বের প্রথম কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং রোমানভের ৩০০ বছরের রাজত্বের অবসান ঘটে।
  29. ১৯৫৯-১৯৬২ সালের মধ্যবর্তী সময়ে চীনের মহাদুর্ভিক্ষ কয়েক মিলিয়ন চীনা কৃষকের মৃত্যুর হয়েছিল। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ বলে মনে করা হয়।
  30. ১৯২০- এর দশকে অ্যানিমেশন বিকশিত হয়েছিল। অ্যানিমেটেড ফিচারযুক্ত প্রথম পূর্ণ-দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’। এটি মুক্তি পেয়েছিল ১৯৩৭ সালে।
  31. প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি ৪ বছর পর পর এটি ধারাবাহিকভাবে আয়োজিত হয়।
  32. ধারণা করা হয়, মহাবিশ্বের বয়স প্রায় ১৩.৮ বিলিয়ন বছর।
  33. বিজ্ঞানী ও গবেষক লর্ড কেলভিন সৌরজগতের বয়স প্রায় ২ কোটি বছর বলে ধারণা প্রকাশ করে। তবে ১৮৬২ সালে সেই মতবাদের পরিবর্তে সৌরজগতের বয়স ৪০০ কোটি বছরেরও বেশি বলে ধারণা করা হয়।
  34. ১৯৫০ ও ১৯৬০ এর দশকের শেষে সবুজ বিপ্লব সংঘটিত হয়। সবুজ বিপ্লবকে বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থা হিসেবে কৃতিত্ব দেওয়া হয়। নরম্যান বোরলাগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়।
  35. ১৯৯৬ সালে প্রথমবারের মতো একটি স্তন্যপায়ী প্রাণীর ক্লোনিং করা হয়েছিল।
  36. স্প্যানিশ ফ্লু নামক একটি ইনফ্লুয়েঞ্জা ২০ শতকে একটি বিধ্বংসী মহামারীতে রূপ নিয়েছিল। ধারণা করা হয়, এই মহামারীতে ১৯১৮-১৯১৯ সালের মধ্যবর্তী সময়ে সর্বনিম্ন ১ কোটি ৭০ লক্ষ থেকে সর্বোচ্চ ১০ কোটি মানুষ মৃত্যুবরণ করে। (তখন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায়, সঠিক গণনা সম্ভব হয়নি)
  37. ইতিহাসের প্রথম বিমান ছিল ‘রাইট ফ্লায়ার’। এটি ১৯০৪ সালে প্রথমবারের মতো আকাশে উড়েছিল। ১৯৪০-এর দশকে দ্রুততর জেট ইঞ্জিন প্রকৌশলের মাধ্যমে, বিমান ভ্রমণ বাণিজ্যিকভাবে কার্যকর হয়েছিল।
  38. ১৯৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাপানের যেই যুদ্ধ সংঘটিত হয়েছিল তার অন্যতম কারণ ছিল তেল। ২০ শতকে জ্বালানি শিল্পের তেলের ব্যাপক প্রয়োগ বিকশিত হওয়ায় তেল নিয়ে নিষেধাজ্ঞা জনিত কারনে যুদ্ধের প্রসার ঘটে।
  39. ব্যবহারিক দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু লোহা। লোহার পরেই দ্বিতীয় প্রধান ধাতু অ্যালুমিনিয়াম।
  40. ২০ শতকের শেষের দিকে মনুষ্যবিহীন মহাকাশযানের মাধ্যমে চাঁদ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি , শনি , ইউরেনাস, নেপচুনসহ বিভিন্ন ছোটবড় গ্রহাণু ও ধূমকেতু পর্যবেক্ষণ করা হয়েছিল।
  41. পৃথিবীতে উৎপাদিত বস্তুর মধ্যে সবচেয়ে দূরবর্তী স্থানে অবস্থান করছে ‘ভয়েজার ১’। এটি ক্রমান্বয়ে আরো দূরে গিয়ে মহাবিশ্ব পর্যবেক্ষণ করছে। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভয়েজার ১’ পৃথিবী থেকে প্রায় ২৩.৫ বিলিয়ন কিলোমিটার দূরে ছিল।
  42. বিশ্বের সবচেয়ে সফল জলদস্যু ছিলেন চিং শিহ নামের এক মহিলা। সে রেড ফ্ল্যাগ ফ্লিটের কমান্ডারের স্ত্রী ছিল। মূলত স্বামীর মাধ্যমেই সে একজন সক্রিয় জলদস্যু কমান্ডার হয়ে ওঠেছিল
  43. ১৯১২-১৯৪৮ সাল পর্যন্ত অলিম্পিক গেমসে চারুকলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেসময় মূলত সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এবং সঙ্গীতের জন্যই মেডেল দেওয়া হতো।
  44. ১৮৩০ সালের দিকে কেচাপ এক ধরনের ওষুধ হিসেবে বিক্রি করা হতো। ১৮৩৪ সালে ‘জন কুক’ নামে একজন চিকিৎসক পেট খারাপের নিরাময় হিসেবে এটি বিক্রি করেছিলেন। পরবর্তীতে ১৯ শতকের শেষের দিকে এটি মসলা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।
  45. আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একজন রেসলিং হল প্লেয়ার ছিলেন। তিনি প্রায় ৩০০টি রেসলিং ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছিলেন।
  46. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি অতি প্রাচীন জ্ঞানার্জন কেন্দ্র। সর্বপ্রথম ১০৯৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে।
  47. বিশ্বের সবচেয়ে বিখ্যাত মহিলা সিরিয়াল কিলার ছিলেন এলিজাবেথ ব্যাথরি ডি একসেড। তার বিরুদ্ধে ৬৫০ টিরও বেশি ১০-১৪ বছর বয়সী তরুণীকে নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে।
  48. ধারণাকালীন সময়ের সবচেয়ে লম্বা বিবাহিত দম্পতি ছিলেন আন্না হাইনিং সোয়ান (৭ ফুট ১১ ইঞ্চি) এবং মার্টিন ভ্যান বুরেন বেটস (৭ ফুট ৯ ইঞ্চি)
  49. ১৬ শতকের দিকে ধনীরা মৃতদেহ খেত। তখন একটি কুসংস্কার প্রচলিত ছিল যে, মৃতদেহ গুলো রোগ নিরাময় করতে পারে।
  50. বর্তমানে দন্ত চিকিৎসায় আমরা যেই নতুন দাঁত লাগাই, ১৯ শতকের পূর্বে সেই চিকিৎসার জন্য মৃত সৈন্যদের দেহ থেকে দাঁত সংগ্রহ করা হতো।

শেষকথা 

ইতিহাস ও বৈজ্ঞানিক আশ্চর্যকর তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

Scroll to Top