মুলতানি মাটির গুনাগুন

রূপচর্চায় একটি গুরুত্বপূর্ণ নাম হলো মুলতানি মাটি অনেকে এটাকে জাদুকরী মাটি ও বলে থাকে, কারণ রূপচর্চায় সেই আদিকাল থেকে এই মাটির ব্যাবহার হয়ে আসছে। প্রাকৃতিক নানা গুণে গুণানিত এই মাটি ত্বক ও চুলের যত্নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মুলতানি মাটি ত্বকের ময়লা এবং ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে প্রাকৃতিক চাকচক্য ফিরিয়ে নিয়ে আসে। এই গরমে ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক উপাদানটির উপর ভরসা রাখলে একাধিক উপকার পাওয়া যায়। মুলতানি মাটিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যা ত্বকের নানা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মুলতানি মাটির কিছু কার্যকারী ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

১) প্রাকৃতিক ফেস ওয়াশ হিসাবে মূলতানি মাটি ব্যাবহার করা হয়। মূলতানি মাটিতে আছে ডিপ ক্লিংজ্ঞার প্রক্রিয়া যা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং ত্বককে করে আকর্ষণীয় ও সুন্দর।

২) রোদে পোড়া দাগ এবং ব্রনের দাগ দূর করতে মুলতানি মাটির সাথে টমেটোর রস মিশিয়ে ফেস প্যাক হিসাবে মুখে ব্যবহার করা যায়। এতে কালো দাগ দূর হবে এবং ত্বক করবে আকর্ষনীয়।

৩) প্রাকৃতিক স্ক্রাব হিসাবে এ মুলতানি মাটি খুব ভালো কাজ করে। মুলতানি মাটির ফেস প্যাক ব্যাবহারের মাধ্যমে মুখের ব্ল্যাকহেডস ও হুয়াইটহেডস দূর হয়। এই স্ক্রাব কনুই ও ঘাড়ের কালো দাগ দূর করে। মুলতানি মাটির সাথে চিনি ও চালের গুড়া মিশিয়ে এই স্কাব তৈরি করা হয়।

৪) নিয়মিত মুলতানি মাটির প্যাক ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ কমে যায়। ত্বকও হয় সজীব ও প্রাণবন্ত এবং ত্বকে ব্রনের সমস্যা ও দূর হয়।

৫) মুখের পাশাপাশি মুলতানি মাটি হাতে পায়ে ও প্যাক হিসাবে ব্যবহার করা যায়। এতে হাত পায়ের কালো ভাব দূর হয় ও মুখের রঙের সাথে হাত পায়ের রঙ মিল হয়।

৬) চুলের যত্নে মুলতানি মাটির সাথে নিম পাতা, অ্যালোভেরা জেল, ডিমের সাদা অংশ মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে চুলে দেওয়া যায় এই প্যাক চুলে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করতে হবে। এই প্যাক নিয়মিত ব্যবহারে চুল লম্বা ঘন ও সিল্কি হয়।

৭) মুলতানি মাটি ও মধুর গুণাগুণ ত্বকের তৈলাক্তভাব দূর করে পাশাপাশি বিভিন্ন ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে। সপ্তাহে ২ দিন ফেসপ্যাক ব্যবহার করুন। পরিষ্কার বাটিতে সামান্য মুধু ও মুলতানি মাটি মিসিয়ে ভাল করে মুখে ও ঘারে ফেসপ্যাক ব্যবহার করতে পারবেন। ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৮) মুলতানি মাটি ব্যবহার করলে অ্যাকজিমা ও ত্বকের জ্বালাভাব এবং ব্রণের সমস্যা সমাধান করে থাকে।

৯) মুলতানি মাটি নারিকেল তেলের সাথে ভালভাবে মিশিয়ে হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করা যায়।

মুলতানি মাটি একটি প্রাকৃতিক রূপ চর্চার উপাদান। এটি যুগ যুগ ধরে সৌন্দর্য বর্ধনের কাজে ব্যাবহার হয়ে আসছে। মুলতানি মাটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই এটি নিরভয়ে ব্যবহার করা যায়।

Scroll to Top