রূপচর্চায় অ্যালোভেরার যত গুন?

রূপচর্চায় অ্যালোভেরা অতুলনিয় ভূমিকা পালন করে। ত্বকে আকর্ষণীয় ও সজীব রাখতে, চুল পড়া কমাতে ও চুল ঘন ও সুন্দর রাখতে অ্যালোভেরা অনেক কার্যকরী। তাই আমরা দামি কসমেটিক্স ব্যাবহার না করে প্রতিদিন রূপচর্চায় রাখতে পারি প্রাকৃতিক অ্যালোভেরা জেল, আসুন জেনে নেওয়া যাক অ্যালোভেরার সহজ কিছু কার্যকারী প্রক্রিয়া।

অ্যালোভেরার যত গুন

ত্বকের যত্নেঃ

১) রোদে পোড়া দাগ, বা সান বার্ন দূর করে।
২) মুখের ব্রন বা পিম্পল কমায়।
৩) ত্বকের বলিরেখা দূর করে।
৪) স্কা ত্বককে করে টান টান ও আকর্ষনীয়।
৫) ত্বকের যৌবন ধরে রাখে ও বয়সের চাপ কমায়।
৬) পায়ের গোড়ালি ফাঁটা কমায়।
৭) মেকাপ উঠাতে প্রাকৃতিক মেকাপ রিমবার হিসাবে কাজ করে।

চুলের যত্নেঃ

১) চুলের বৃদ্ধি ঘটায়।
২) চুলের গোড়া শক্ত করে।
৩) চুল পড়া কমায়
৪) চুলের খুসকি দূর করে।
৫) চুলকে করে মসৃণ ও আকর্ষণীয়।

অ্যালোভেরার ব্যাবহার:-
১) ত্বককে মসৃণ করতে অ্যালোভেরার জেল বের করে তা প্রাকৃতিক ময়চারাইজার হিসাবে ব্যাবহার করা যায়। তবে কারোর এলার্জির সমস্যা হলে তা এরিয়ে চলা উচিত।

২) ফেস প্যাক হিসাবে অ্যালোভেরা জেল অনেক কার্যকারী. যাদের মুখে ব্রনের সমস্যা আছে তারা প্রতিদিন অ্যালোভেরা জেলের সাথে চালের গোঁড়া আর আলুর রস মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যাবহার করতে পারেন।

৩) অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এই জেনে রয়েছে ভিটামিন এ, বি, সি। এটি ত্বকের গভীরে প্রবেশ করে এবং রোদে পোড়া দাগ কমায়। রোদে পোড়া দাগ কমাতে অ্যালোভেরার সাথে লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করে ত্বকে ব্যাবহার করা যায়। এই মাস্ক ত্বকে রেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

৪) গরমের সময় ত্বকে র‍্যাস হলে আইসকিউব করে অ্যালোভেরা জেল ব্যাবহার করা যায়। প্রথমে একটা আইসকিউর ট্রে নিয়ে তার মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে কিউব তৈরি করতে পরে। সকাল এবং রাতে এই কিউব মুখে ম্যাসাজ করলে র‍্যাস কমে যাবে।

৫) নিয়মিত ঠোঁটে অ্যালোভেরা জেল লাগালে ঠোঁট নরম, মসৃন ও গোলাপি হয়।

৬) রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে অ্যালোভেরা জেল লাগালে পা ফাঁটা কমে।

৭) চুলকে মসৃন আকর্ষনীয় ও সিল্কি করতে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে অ্যালোভেরা জেল ব্যাবহার করা যায় শ্যাম্পু করার পর।

৮) চুল পড়া কমাতে, চুলের গোড়ালি শক্ত ও খুসকি কমাতে অ্যানোভ্যারা জেল হেয়ার মাক্স হিসাবে ব্যাবহার করা যায়। এতে অ্যালোভেরা জেলের সাথে লেবুর রস আর নিম পাতা মিশিয়ে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলতে হবে।

৯) অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিসেপটিক, তাই কোথায় কেটে ও পোঁড়ে গেলে ক্ষত স্থানে অ্যালোভেরা জেল লাগালে আরাম পাওয়া যায়।

অ্যালোভেরার গুনের কোনো শেষ নেই। তাই আপনার প্রতিদিনের রূপ চর্চায় রাখুন অ্যালোভেরা।

Scroll to Top