অনলাইন বয়স ক্যালকুলেটর ২০২৪ | এইজ ক্যালকুলেটর

আপনি কি আপনার বর্তমান বয়স জানতে চাচ্ছেন? তাহলে এখানে জেনে নিন আপনার বয়স বের করার সহজ পদ্ধতি এবং অনলাইন বয়স ক্যালকুলেটর (Age Calculator) সম্পর্কে।

অনলাইন বয়স ক্যালকুলেটর বা এইজ ক্যালকুলেটর আমাদের সঠিক বয়স জানার একটি টুল বা সফটওয়্যার। এটি ব্যবহার করে আজকের দিন পর্যন্ত আমাদের সর্বমোট বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট ও সেকেন্ড পর্যন্ত জানা সম্ভব। বিভিন্ন এইজ ক্যালকুলেটরের ব্যবহারবিধি ভিন্ন এবং কিছু বাড়তি ফিচার রয়েছে। তাছাড়া গাণিতিক সমাধানের মাধ্যমেও হাতে-কলমে সঠিক বয়স বের করতে পারবেন।

অনলাইন বয়স ক্যালকুলেটর সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য থাকছে এই আলোচনায়।

সঠিক বয়স জানার প্রয়োজনীয়তা

একজন ব্যক্তির জীবনে সঠিক বয়স জানার নানাবিধ প্রয়োজনীয়তা থাকতে পারে। কয়েকটি প্রধান কারণ হলো-

  • শিক্ষা প্রতিষ্ঠানে উপরের শ্রেণীতে উন্নীত হওয়ার ক্ষেত্রে বয়সের হিসাব।
  • ভোটার আইডি নিবন্ধন করার ক্ষেত্রে।
  • চাকরির প্রার্থী হিসেবে আবেদন করার পূর্বে। (বিভিন্ন চাকরির সার্কুলারে বয়সের সীমা দেওয়া থাকে)
  • বিদেশে গমনের ক্ষেত্রে। যেমন- বইয়ের বিশ্বের বিভিন্ন দেশে কাজের ভাষায় যেতে ২১ বছর বয়স লাগে।
  • চাকরির বয়স হিসাব করতে। (বিভিন্ন সরকারি চাকরি নির্দিষ্ট মেয়াদী হয়ে থাকে)
  • সরকারি বয়স্ক ভাতা পেতেও বয়স সীমা অতিক্রম করতে হয়।

তাছাড়া অন্যান্য কারণে এবং ব্যক্তিগত কৌতূহল বসে আমরা আমাদের বর্তমান বয়স জানতে চাই। অনলাইন বয়স ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই সঠিক হিসাবটি জানা সম্ভব।

বয়স বের করার সহজ পদ্ধতি

বয়স বের করার সবচেয়ে সহজ ও সঠিক পদ্ধতি হলো- আজকের তারিখ থেকে আপনার জন্ম তারিখ বিয়োগ করা। সেজন্য আপনার কাঙ্খিত তারিখের দিন, মাস, বছর উল্লেখ করুন। তারপর আপনার জন্ম তারিখের দিন, মাস, বছর উল্লেখ করে উপরে তারিখ থেকে বিয়োগ করুন।

উদাহরণস্বরূপ: ১৫ই আগস্ট, ২০২৩ থেকে ০২রা আগস্ট ২০০৬ বিয়োগ করলেই আপনার সঠিক বয়স জানতে পারবেন।

বর্তমানে তিনটি উপায়ে সঠিক বয়স বের করা যায়। যথা:-

  • গাণিতিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে নিজে নিজে বয়স বের করা।
  • অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বয়স ক্যালকুলেটর ব্যবহার করে।
  • মোবাইলে অনলাইন বয়স ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ব্যবহার করে।

এসকল উপায়ে বয়স বের করার সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য নিচে ধাপে ধাপে আলোচনা করা হবে।

অনলাইন বয়স ক্যালকুলেটর

সঠিক বয়স হিসাব করার জন্য অনলাইনে বিভিন্ন বয়স ক্যালকুলেটরে আপনার জন্ম তারিখ ও আজকের তারিখ সাবমিট করে বর্তমান বয়স জানতে পারবেন।

বয়স হিসাব করার জন্য বর্তমানে অনলাইনে অনেক বয়স ক্যালকুলেটর রয়েছে। এসকল সফটওয়্যারে আপনার জন্ম তারিখ ও বর্তমান বয়সের মধ্যে তফাৎ জানতে পারবেন। অনলাইন বয়েস ক্যালকুলেটরে – ব্যক্তির মোট বছর, মাস ও দিন এর সংখ্যা জানতে পারবেন।

অধিক ফিচার যুক্তও কিছু ক্যালকুলেটর রয়েছে। সেগুলোতে আপনার বয়সের দিন, মাস, বছর সহ আকস্মিক কিছু তথ্য জানা যায়, যা সাধারণভাবে হিসাব করা কঠিন। যেমন-

  • জীবনের সর্বমোট দিন।
  • জীবনের সর্বমোট মাস।
  • জীবনের সর্বমোট ঘন্টা।
  • সর্বমোট মিনিট।
  • এমনকি সর্বমোট সেকেন্ড সহ জানা যায়।

অনলাইনে বিভিন্ন অনলাইন বয়স ক্যালকুলেটর মোবাইল অ্যাপ্লিকেশনেও বয়স হিসাব (Age Calculate) করতে পারবেন। সেক্ষেত্রে সেরা কিছু বয়স ক্যালকুলেটর অ্যাপসে জীবনের সর্বমোট দিন, মাস , বছর, ঘন্টা, সেকেন্ডের হিসাব হিসাব জানতে পারবেন। একই সাথে ভবিষ্যতে আপনার আসন্ন জন্মদিন গুলোর তারিখ সম্পর্কেও তথ্য পাবেন।

গানিতিকভাবে বয়স বের করার নিয়ম

গাণিতিক পদ্ধতিতে বয়স বের করা খুবই সহজ। প্রাথমিকভাবে, বর্তমান সাল থেকে আপনার জন্ম তারিখের সাল বিয়োগ করে মোট বছর জানতে পারবেন। যেমন:- ২০২৪-২০০২ = ২২ বছর। তবে এক্ষেত্রে আপনার জন্ম তারিখ জন্ম সালের শেষের দিকে হলে, (অর্থাৎ, নভেম্বর- ডিসেম্বর মাসে হলে) সঠিক বয়স জানতে পারবেন না।

তাই দিন, মাস ও বছর উল্লেখ করে গণনা করলে সঠিক বয়স জানতে পারবেন। নিচে গাণিতিক উদাহরণের মাধ্যমে বয়স (দিন, মাস, বছর) বের করার নিয়ম দেখানো হলো:

(১) বর্তমান তারিখ থেকে জন্মদিন ও মাস ছোট হলে

ধরুন, আপনার জন্ম তারিখ- ১০/ ০৩/ ২০০১ তারিখে। এবং আপনি ১৫/ ০৮/ ২০২৩ তারিখে আপনার বর্তমান বয়স জানতে চাচ্ছেন। তাহলে গাণিতিকভাবে তার হিসাব হবে নিম্নরূপ:

দিন, মাস ও বয়স হিসাবের ক্ষেত্রে প্রথমে দিন, তারপর মাস ও শেষে বছর উল্লেখ করে গাণিতিক বাক্য তৈরি করতে হবে। তারপর উভয়ের বিয়োগফলই আপনার বর্তমান বয়স।

১৫ দিন ০৮ মাস ২০২৩ বছর
(-) ১০ দিন ০৩ মাস ২০০১ বছর
= ০৫ দিন ০৫ মাস ২২ বছর

এ ধরনের বিয়োগের ক্ষেত্রে বাম দিক থেকে হিসাব শুরু করতে হয়। অনলাইন বয়স ক্যালকুলেটর ছাড়াও এই প্রক্রিয়াটি খুবই সহজ।

(২) বর্তমান তারিখ থেকে জন্মদিন বড় জন্ম মাস ছোট হলে

ধরা যাক, আপনার জন্ম তারিখ ২০/ ০৫/ ২০০৩ সালে। এবং আপনি ১৫/ ০৮/ ২০২৩ তারিখে আপনার বর্তমান বয়স জানতে চাচ্ছেন। এক্ষেত্রে বর্তমান তারিখের দিন থেকে আপনার জন্য তারিখের দিন বড় (সংখ্যায় বেশি)। তাই গাণিতিকভাবে এর হিসাব হবে নিম্নরূপ:

১৫ দিন ০৮ মাস ২০২৩ বছর
(-) ২০ দিন ০৫ মাস ২০০৩ বছর
= ২৫ দিন ০২ মাস ২০ বছর

এখানে, জন্ম দিনের হিসাব বর্তমান তারিখ থেকে বড়। তাই গাণিতিক নিয়মে ১ হাতে রেখে পরবর্তীতে মাসের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে।

(৩) বর্তমান তারিখ থেকে জন্মদিন ও জন্ম মাস বড় হলে

ধরা যাক, আপনার জন্ম তারিখ ২৫/ ১০/ ২০০৫ সালে। এবং আপনি ১৫/ ০৮/ ২০২৩ তারিখে আপনার বর্তমান বয়স জানতে চাচ্ছেন। এক্ষেত্রে বর্তমান তারিখের দিন ও মাস থেকে জন্ম তারিখের দিন ও মাস বড় (সংখ্যায় বেশি)। তাই গাণিতিকভাবে এর হিসাব হবে নিম্নরূপ:

১৫ দিন ০৮ মাস ২০২৩ বছর
(-) ২৫ দিন ১০ মাস ২০০৫ বছর
= ২০ দিন ০৯ মাস ১৭ বছর

এখানে, জন্ম দিন ও মাসের হিসাব বর্তমান তারিখ থেকে বড়। তাই বিয়োগের ক্ষেত্রে প্রথম দিনের সংখ্যা বড় হওয়ায় হাতে ১ রেখে মাস থেকে বিয়োগ করুন। তারপর মাসের সংখ্যা বড় হওয়ায় হাতে ১ রেখে বছর থেকে বিয়োগ করুন।

উপরোক্ত নিয়মে অনলাইন বয়স ক্যালকুলেটর ছাড়াও ১ মিনিটেই আপনার বর্তমান বয়স জানতে পারবেন।

বয়স বের করার সফটওয়্যার অনলাইন | বয়স বের করার সহজ পদ্ধতি

বয়স বের করার বিভিন্ন অনলাইন সফটওয়্যার রয়েছে। এগুলোর মাধ্যমে ম্যানুয়ালভাবে কোন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে না। মুহূর্তের মধ্যে আপনার বর্তমান বয়স জানতে পারবেন।

এইজ ক্যালকুলেটর সফটওয়্যার ব্যবহার করার জন্য, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজারে প্রবেশ করুন। যেমন- Chrome Browser। তারপর Online Age Calculator বা অনলাইন বয়স ক্যালকুলেটর লিখে সার্চ করুন। আপনার সামনে বিভিন্ন ওয়েবসাইট/ সফটওয়্যার এর পেজ দেখতে পাবেন।

আরো দেখুন : ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজির ব্যবহার

এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করুন। তারপর বয়স ক্যালকুলেটর সফটওয়্যারে আপনার জন্ম তারিখের দিন, মাস ও বছর সিলেক্ট করুন। নিচে বর্তমান তারিখ অথবা যেই তারিখে আপনার বয়স জানতে চান তা সিলেক্ট করুন। তারপর সার্চ করলেই আপনার সঠিক বয়স জানতে পারবেন।

অনলাইন বয়স ক্যালকুলেটর মোবাইল অ্যাপ | দিন, মাস, বছর হিসাব

শুধুমাত্র বয়স গণনা করার জন্য অনলাইনে বহু মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যায়। আপনার মোবাইলটি এন্ড্রয়েড সিস্টেমের হলে- প্রথমে, Google Play Store অ্যাপস ওপেন করুন। তারপর সার্চ বার থেকে বয়স ক্যালকুলেটর, বয়স ক্যালকুলেটর ২০২৪, বয়স ক্যালকুলেটর অনলাইন, Age Calculator Online লিখে সার্চ করতে পারেন। আপনার সামনে যেকোন একটি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন।

সবচেয়ে বেশি ফিচার যুক্ত অ্যাপসটি হলো- বয়স ক্যালকুলেটর Age calculator। এটি আমাদের ল্যাব/ Amader Lab প্রতিষ্ঠানের একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার। এই সফটওয়্যার এর সকল ব্যবহারবিধি ও সুবিধা নিচে তুলে ধরা হলো:

(১) এই অ্যাপসটি ইন্সটল করুন। তারপর অ্যাপসটি ওপেন করে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। আপনি চাইলে বর্তমান তারিখ অপশনে কাঙ্খিত তারিখ সিলেক্ট করতে পারেন।

অনলাইন বয়স ক্যালকুলেটর

(২) এই অনলাইন বয়স ক্যালকুলেটরটি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস লিখে দিবে। আপনি চাইলে সেই স্ট্যাটাসটি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।

ক্যালকুলেটর মোবাইল অ্যাপ

(৩) আপনার বর্তমান বয়সের দিন, মাস ও বছর দেখানো হবে। একই সাথে আপনার পরবর্তী জন্মদিনে আসতে কত দিন সময় বাকি আছে তা জানতে পারবেন।

বয়স বের করার সফটওয়্যার

(৪) এবার আপনার জীবনের সম্পূর্ণ সময়কালের বিস্ময়কর হিসাব, যেমন:-

  • সর্বমোট বছর;
  • সর্বমোট মাস;
  • সর্বমোট সপ্তাহ;
  • সর্বমোট দিন;
  • সর্বমোট ঘন্টা;
  • সর্বমোট মিনিট এবং
  • সর্বমোট সেকেন্ডের হিসাব দেখানো হবে।
বয়স বের করার সহজ পদ্ধতি

(৫) আগামী ৭ বছরের আপনার আসন্ন জন্মদিন সমূহ জানতে পারবেন। প্রতিবছরের জন্মদিনের তারিখের পাশাপাশি জন্মদিনের দিন/বার সম্পর্কেও জানতে পারবেন।

সফটওয়্যার অনলাইন | বয়স বের

এত বেশি বাড়তি ফিচার ও সুবিধা থাকার কারণে এই অ্যাপটি অনেকেরই পছন্দের। আপনিও আপনার সঠিক বয়স এবং উপরোক্ত বিস্তারিত তথ্য জানতে এই অনলাইন বয়স ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন।

বয়স বের করার ক্যালকুলেটর

অনলাইনে বয়স বের করার অনেক অ্যাপস কিংবা সফটওয়্যার রয়েছে। এসকল সফটওয়্যারকেই আমরা বয়স বের করার ক্যালকুলেটর বলে থাকি। বয়স ক্যালকুলেটর ব্যবহার করে শুধুমাত্র ব্যক্তির বয়স সম্পর্কে জানা যায়। এতে আপনার জন্ম তারিখ ও বর্তমান তারিখ সাবমিট করলেই সঠিক বয়স জানতে পারবে।

চাকরির বয়স বের করার নিয়ম

চাকরির ক্ষেত্রে চাকরির বয়স জানায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির বয়স বলতে বুঝায়- আপনি কোনো প্রতিষ্ঠানে কত বছর যাবত চাকরি করছেন। বিশেষ করে সরকারি চাকরি একটি নির্দিষ্ট মেয়াদের হয়। তাই আপনি আর কত বছর চাকরি করতে পারবেন, কিংবা কত বছর পর পেনশন পাবেন তা হিসাব করার গুরুত্ব রয়েছে।

অনলাইন বয়স ক্যালকুলেটর ২০২৩ ব্যবহার করেই চাকরির বয়স জানতে পারবেন। এক্ষেত্রে আপনার জন্ম তারিখের স্থানে চাকরিতে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে জইন করার তারিখটি লিখুন। তারপর সাবমিট করলেই কর্মস্থলে আপনার চাকরির বর্তমান বয়স জানতে পারবেন।

বাংলা বয়স ক্যালকুলেটর

Online Age Calculator – এর মাধ্যমে আপনি আপনার সঠিক বয়স জানতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট দুটি তারিখের মধ্যে সময়ের ব্যবধান বুঝাতেও এটি ব্যবহার করতে পারেন। বয়স ক্যালকুলেটর থেকে পাওয়া বয়সের সঠিক হিসাবে পৃথিবীর বিভিন্ন এলাকার টাইমজোনের কোন প্রভাব পড়ে না। কারণ এই অনলাইন বয়স ক্যালকুলেটর টি নির্দিষ্ট সময়ের উপর স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।

Online Age Calculator

An age calculator is a tool that calculates a person’s age based on their birthdate and the current date. It helps determine the number of years, months, and days someone has lived since their birth.

How Can I Calculate My Correct Age? Age Calculator Online

An age calculator works by taking your birth date and comparing it to the current date. It calculates the difference in years, months, and days between these two dates to determine your age accurately.

Using an age calculator is very easy. To calculate your age follow below steps:

  1. Enter Your Birthdate: Put in your birthdate using the “YYYY – MM – DD” format into the given space of the online calculator.
  2. Calculate Age: Tap on the “Calculate/ Submit” button/ option of the calculator. The calculator will process the details and figure out your current age.
  3. See Your Present Age Result: The age calculator will show your present age in years, months, and days. Besides, some online age calculators offer the total Days, Hours, Minutes and Seconds of your whole life.

You can discover age calculators on the internet or you can use softwares and mobile applications.

শেষকথা

একজন ব্যক্তির সঠিক বয়স জানার নানা ধরনের প্রয়োজনীয়তা থাকতে পারে। উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে অনলাইন বয়স ক্যালকুলেটর – Age Calculator ব্যবহারের মাধ্যমে আপনার সঠিকভাবে জানতে পারবেন। একইসাথে আপনি কত বছর যাবত চাকরি করছেন তা জানতে এবং নির্দিষ্ট দুটি সময়ের মধ্যে সঠিক ব্যবধান ও নির্ণয় করতে পারবেন।

Scroll to Top