About Us

Pre Bangla- প্রযুক্তি, ইতিহাস-ঐতিহ্য, স্বাস্থ্য, লাইফস্টাইল, ঘুরাঘুরি ও চাকরির খবরের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আমরা বুঝতে সাহায্য করি- প্রযুক্তির সঠিক ব্যবহারবিধি। প্রকাশ করি পাঠকের কৌতূহল সৃষ্টিকারী ইতিহাস-ঐতিহ্য, জনপ্রিয় ও রহস্যমূলক কন্টেন্ট। আরও রয়েছে স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা ও দৈনন্দিন চাকরির খবরের বিশ্বস্ত সমাহার।

Pre Bangla- প্রায় ৩০ কোটি বাংলাভাষী মানুষের দৈনন্দিন তথ্য চাহিদা পূরণের জন্য নির্মিত একটি অনলাইন প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই, প্রিবাংলা দেশের একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল হয়ে উঠেছে। আধুনিক এই প্রতিযোগিতামূলক যুগে আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলার মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় তথ্যাবলী সকলের কাছে সহজ ভাষায় তুলে ধরা। বিশ্বস্ত, বৈচিত্রপূর্ণ ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে প্রিবাংলা প্রতিনিয়তই নিরলস শ্রম দিয়ে যাচ্ছে।

দৈনন্দিন জীবন পরিচালনায় প্রয়োজনীয় প্রযুক্তি, চাকরি, স্বাস্থ্য টিপস, ইতিহাস-ঐতিহ্য, গল্প ও জনপ্রিয় সকল খবরা-খবর, ট্রেন্ডিং এবং ঘটমান তথ্যাদি নিয়মিত তুলে ধরা হয় প্রিবাংলাতে। বাংলাভাষী মানুষের প্রয়োজনীয় সকল তথ্যের তৃষ্ণা পূরণ করতে এবং সঠিক ও নির্ভুল তথ্য হাতের মুঠোয় নিয়ে আসতে প্রিবাংলা অঙ্গীকারবদ্ধ।

Pre Bangla – এর বিষয়বস্তু

বাংলার মানুষের তথ্য চাহিদা পূরণে প্রিবাংলা’র আলোচনার বিষয়বস্তু হলোঃ

প্রযুক্তিঃ প্রযুক্তির সঠিক ব্যবহার, বিভিন্ন প্রযুক্তি কিভাবে কাজ করে, কম্পিউটিং, স্মার্টফোন ও প্রতিদিনের ব্যবহৃত প্রযুক্তি, ইন্টারনেট, অসাধারণ সব গ্যাজেট, ফিউচার টেকনোলজি বা অদূর ভবিষ্যতে উদ্ভাবনী প্রযুক্তি, বিজ্ঞানের আশ্চর্যকর আবিষ্কার গুলো নিয়ে যুগোপযোগী কন্টেন্ট।

স্বাস্থ্য টিপসঃ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস, অসুস্থতা থেকে মুক্তি, রোগ প্রতিরোধে করণীয়, স্বাস্থ্যকর লাইফস্টাইল, সুষম খাদ্য তালিকা, বিভিন্ন খাবারের উপকারিতা, অপকারিতা ও তাতে বিদ্যমান পুষ্টি উপাদান, স্বাস্থ্য ঝুঁকি নিরূপণে করণীয়, স্বাস্থ্য রক্ষার্থে বিভিন্ন প্রাকৃতিক ও ঘরোয়া ভেষজ উপাদানের ব্যবহার সম্পর্কিত কন্টেন্ট।

ইতিহাস-ঐতিহ্যঃ প্রাচীনকাল থেকে বর্তমান সময় অবধি বিভিন্ন ঐতিহাসিক পটভূমি, প্রাচীন উদ্ভাবন, ভাষা/ ধর্ম/ জাতি গঠনের ইতিহাস, বিভিন্ন দেশ, জেলা, উপজেলার ঐতিহাসিক ও বর্তমান বিষয় বস্তু, বিভিন্ন জাতি-উপজাতির লোকসংস্কৃতি, ঐতিহ্য, প্রাচীন যুদ্ধবিগ্রহ, ব্রিটিশ শাসন, ভারতবর্ষ, বাংলার সূচনা, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কিত কন্টেন্ট।

চাকরিঃ বিভিন্ন সরকারি, বেসরকারি, ডিফেন্স, এনজিও, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও নানান কোম্পানীর চাকরির সময়োপযোগী তথ্য। এছাড়াও প্রতিদিনের আপডেট চাকরির খবর প্রকাশ করা হয়। আরও রয়েছে অনলাইনে চাকরি, ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেটিং ইউটিউব, ওয়েবসাইট, ব্লগ, অ্যাপ ইত্যাদি অনলাইন থেকে উপার্জনের উপায় সম্পর্কিত কন্টেন্ট।

ঘোরাঘুরিঃ দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, সৌন্দর্য, ভ্রমণ টিপস, ভ্রমণ গাইড, ভ্রমণের খরচের হিসাব, যাওয়ার উপায় ইত্যাদি বিষয় সম্পর্কিত কন্টেন্ট।

উপরোক্ত সকল ক্যাটাগরির কন্টেন্ট প্রকাশের পূর্বে প্রিবাংলা তার তথ্যের সত্যতা যাচাই করে নেয় এবং সকল বয়সের পাঠকদের জন্য নিরাপদ ও উপযুক্ত কন্টেন্ট পাবলিশ করে।

Pre Bangla পরিচালনা

Pre Bangla সম্পূর্ণভাবে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল একটি ওয়েবসাইট। এখানে কোন অ্যাডাল্ট কিংবা ক্ষতিকারক বিজ্ঞাপন প্রকাশ করা হয় না।

Pre Bangla সরাসরি কোন অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন প্রকাশ করে না। শুধুমাত্র আর্টিকেল সম্পর্কিত অফিসিয়াল লিংক প্রকাশ করা হয়।

Pre Bangla – এর প্রতিশ্রুতি

আমাদের লক্ষ্য, সর্বদা বিশ্বস্ত মাধ্যম থেকে সঠিক তথ্য প্রদান করা। ভুল তথ্য কিংবা পাঠকের দৃষ্টিভঙ্গি বিকৃত করতে পারে এমন তথ্য প্রিবাংলায় প্রকাশ করা হয় না। আমাদের সাইটে ভিজিটরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ভিজিটরের পার্সোনাল তথ্য সংরক্ষণ করা হয় না এবং কমেন্টেটরের ইমেইল এড্রেস গোপন রাখা হয়।

বর্তমানে ইন্টারনেটে বাংলা ভাষায় সঠিক, বিশ্বস্ত ও তথ্যমূলক কনটেন্টের অভাব রয়েছে। তাই পাঠকের সার্বিক চাহিদা পূরণ করে সকলের প্রিয় ওয়েব পোর্টাল হওয়াই আমাদের লক্ষ্য। সর্বদা সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন Pre Bangla ওয়েবসাইট।

সবাইকে ধন্যবাদ!
Pre Bangla Team!

Scroll to Top